শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি :
জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগর কর্তৃক মহান মে দিবস’ যথাযথ মর্যাদায় পালন করা হয়। দিনের কর্মসূচির অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৯.৩০ ঘটিকায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয় সংলগ্ন স্বাধীনতা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, বিকাল ৪.৩০ ঘটিকায় নগরীর জাদুঘর মোড় হতে বর্নাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিকাল ৫ ঘটিকায় ডা. কাইছার রহমান চৌধুরী (মেডিকেল কলেজ) অডিটোরিয়ামে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলার সদস্য ও বাংলাদেশ যুব মহিলা লীগ, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।
বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আসলাম সরকার ও জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরেরর সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন শেখ ভুলু ।
শ্রমিক সমাবেশের সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের সভাপতি মাহাবুবুল আলম, সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আকতার আলী।