নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর সপুরা বিসিক এলাকায় মর্ডাণ ফুড মালিক আব্দুল্লাহ ও তার শ্বশুর সুমনসহ দুজন সহযোগী মিলে চোর সন্দেহে দুই নির্মাণ শ্রমিক হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় নগরীর গনকপাড়া মোড়ে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের (ইনসাব) আয়োজনে দুই শ্রমিকের হত্যাকারীদের দ্রুত আটক ও বিচারেরে দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইমারত নির্মাণ শ্রমিকরা মানববন্ধন শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন।
এরপর সংগঠনটির নেতা-কর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও গনকপাড়া মোড়ে গিয়ে শেষ হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গত ২ ফেব্রুয়ারি নগরীর সপুরা বিসিক শিল্প এলাকায় মর্ডাণ ফুড ফ্যাক্টরিতে রাজমিস্ত্রির কাজ করার সময় রেজাউল ও রাকিবুল নামের দুইজন নির্মাণ শ্রমিককে বাড়ির মালিক আবদুল্লাহর ঘর থেকে চার লাখ টাকা চুরির সন্দেহে রশি দিয়ে বেঁধে পিটিয়ে হত্যা করে।
আমরা বলতে চাই, অসহায় এ শ্রমিকদের প্রতি এত নির্মমতা কেনো? যারা এই হত্যাকান্ডের সাথে জড়িত তাদের আমরা কঠোর বিচার চাই। এই হত্যাকান্ডের মুলহোতা মর্ডাণ ফুডের মালিককে এখনো পুলিশ আটক করে নি। যতদিন না মালিককে আটক করা হবে, ততদিন আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো। আাগমীতে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের (ইনসাব) কেন্দ্রীয় সভাপতি রবিউল ইসলাম রবি, রাজশাহী জেলার সভাপতি নবাব আলী, কার্যকরী সভাপতি আজিজুল প্রমুখ।