শ্রাবণরবি

আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৩, ১২:০২ পূর্বাহ্ণ

দুলাল আলম:


রবীন্দ্রনাথ কবিগুরু মহান জাতির সুজন ,
পাণ্ডিত্য তার বিশ্ব সমান চমৎকার সজ্জন,
চারিপাশের দুঃখ তাহার প্রাণে প্রবেশ করে ;
লেখনীতে হাজার বিষয় সকল কিছু ধরে,
মানুষের বোধ ফিরে আনার যত প্রয়োজন
তুলে ধরে কালির অক্ষরে চিন্তার আয়োজন ,
সমাজ সংসার ডুবে থাকে অন্ধকারে কত
দূর করে কুসংস্কার আলোর পথে আনেন তত ;
সফল চেষ্টা লেখনিতে তুলে তিনি ধরেন
গদ্য-পদ্য আর আয়োজন আদর্শজন স্মরেণ :
বিশ্বখ্যাত তাই হয়েছেন পেয়েছেন নোবেল
চিরস্মরণীয় কবিগুরু সৃষ্টি যে তাঁর অঢেল,
শ্রাবণরবির জ্ঞানালোতে বাংলা আলোকিত
অশ্রু ভরা আবেগ নিয়েও থাকে তাতে প্রীত।