রবিবার, ১০ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
সাথী রানি পেলেন হাফ সেঞ্চুরির দেখা। রান পেলেন নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোস্তারিরাও।বাংলাদেশ তাতে পেলো বড় সংগ্রহ। বড় রান তাড়ায় নেমে প্রতিপক্ষ অলআউট হয়েছে প্রতিপক্ষ।
শুক্রবার পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে শ্রীলঙ্কা ‘এ’ দলকে ১০০ রানে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান করে সফরকারীরা। রান তাড়ায় নেমে স্রেফ ৬০ রানে অলআউট হয় শ্রীলঙ্কার মেয়েরা।
শুরুতে ব্যাট করা বাংলাদেশের হয়ে হাফ সেঞ্চুরি করেন ওপেনার সাথী। ৪০ বলে ৫০ রান করে রিটায়ার্ড আউট হন তিনি। ২৪ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন জ্যোতি। ৩৯ বলে ৩৯ রান করে রিটায়ার্ড আউট হন সোবহানা মোস্তারিও।
রান তাড়ায় নেমে বাংলাদেশের বোলারদের তোপ সামলাতে পারেনি লঙ্কান মেয়েরা। ২ ওভার ৪ বল হাত ঘুরিয়ে ৪ উইকেট নেন রাবেয়া খান। দুই উইকেট পান সুলতানা খাতুন ও ফাহিমা খাতুন। লঙ্কানদের পক্ষে ১৫ বলে সর্বোচ্চ ১৮ রান করেন নিতমি পুরনা।
তথ্যসূত্র: বাংলানিউজ