শ্রীলঙ্কার খেলাই দেখেন না রানাতুঙ্গা!

আপডেট: আগস্ট ৩, ২০১৭, ১:১৫ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক


তার নেতৃত্বে ২১ বছর আগে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছিল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কান ক্রিকেটের ইতিহাসে তার নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে। অথচ বিস্ময়করভাবে, অর্জুনা রানাতুঙ্গা এখন আর শ্রীলঙ্কার খেলাই দেখেন না! সাম্প্রতিক সময়ে ব্যর্থতার জন্য দেশটির ক্রিকেট কর্মকর্তাদের ওপর তিনি ভীষণ ক্ষুব্ধ।
ক্রিকেটে রানাতুঙ্গার দেশের সত্যিই এখন দুরবস্থা। গত মাসে জিম্বাবুয়ের কাছে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ হেরে যাওয়ার পর একমাত্র টেস্ট জিতেছে কোনও রকমে। গত সপ্তাহে ভারতের বিপক্ষে গল টেস্টে অবশ্য দাঁড়াতেই পারে নি, বিধ্বস্ত হয়েছে ৩০৪ রানে।
রানাতুঙ্গার মনে তাই ক্ষোভ, দুঃখ, হতাশা মিলেমিশে একাকার। শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ‘সিলোন টুডে’র সঙ্গে কথা বলার সময় ক্রিকেট কর্মকর্তাদের একহাত নিয়েছেন ১৯৯৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক, ‘শ্রীলঙ্কান ক্রিকেট এখন যে পদ্ধতিতে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তা এক কথায় ন্যক্কারজনক। এ কারণে এখন জাতীয় দলের খেলাই দেখি না।’ ৯৩ টেস্টে ৫ হাজার ১০৫ রান এবং ২৬৯ ওয়ানডেতে ৭ হাজার ৪৫৬ রানের মালিক অবশ্য জানিয়েছেন, শ্রীলঙ্কার খেলা না দেখলেও ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার চলমান টেস্ট সিরিজ টিভিতে উপভোগ করছেন তিনি।
শুধু অভিমানে খেলা না দেখার সিদ্ধান্ত নিয়েই বসে থাকছেন না রানাতুঙ্গা। দেশের ক্রিকেটকে পুনরুজ্জীবিত করতে বোর্ডের জন্য একটি অন্তর্র্বতী কমিটি গঠনের অনুরোধ জানিয়ে প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের কাছে চিঠি লেখার কথাও ভাবছেন তিনি।-বাংলা ট্রিবিউন