বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
শ্রীলঙ্কা, বাংলাদেশের পরে সিরিয়া। রাষ্ট্রপ্রধানকে উৎখাত করে তাঁর বাসভবনের দখল নেওয়ার রেওয়াজ। রবিবার সকালেই বদলে গিয়েছে সিরিয়ার ইতিহাস। পাঁচ দশকের বাথ-জমানার শেষ হয়েছে এদিন। পতন হয়েছে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের।
রাজধানী দামাস্কাসের দখল নিয়েছে বিদ্রোহীরা। এর পর বিজয় উৎসব পালনে আসাদের প্রাসাদে ঢুকে পড়েন বিদ্রোহীরা। একের পর এক ঘরে ঢুকে আসাদের পূর্বপুরুষদের ছবি, একাধিক ভাস্কর্য ভেঙে ফেলেন তাঁরা। দামী আসবাব লুট হয়েছে বলেও খবর। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে প্রাসাদ দখলের ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)।
ভাইরাল ভিডিওগুলিতে দেখা গিয়েছে প্রাসাদে ঢুকে পড়েছেন বিদ্রোহীরা। ঘরে ঘরে দেওয়াল ঝুলছে আসাদের পরিবার ও পূর্বপুরুষদের বহু ছবি। কেউ কেউ সেই ছবিগুলিকে টেনে নামিয়ে ছিঁড়ছেন। একটি ভিডিওতে দেখা গিয়েছে, কয়েক জন আসাদের বাবা হাফিজের একটি মূর্তি ভাঙছেন।
এক দল বিদ্রোহী আবার আনন্দে আত্মহারা হয়ে একটি জলের ট্যাঙ্কের মাথায় উঠে বসেন। বেশ কয়েক জনকে আবেগপ্রবণ হতেও দেখা যায়। তারা বলতে থাকেন, এই দিনটার জন্য কত বছর ধরে অপেক্ষা করেছি! দামী আসবাব লুট হয়েছে বলেও জানা গিয়েছে।
প্রসঙ্গত, এর আগে শ্রীলঙ্কা বা বাংলাদেশে সরকারের পতনের পর এই ধরনের পরিস্থিতি দেখা গিয়েছিল। জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানে হাসিনা দেশ ছাড়তেই গণভবনে ঢুকে পড়েছিলেন অসংখ্য মানুষ। তাঁরা দেদার লুটপাট চালান। হাঁস, মুরগি, খাবার, শাড়ি, আসবাব—কিছুই বাদ যায়নি।
বঙ্গবন্ধু মুজিবর রহমানের মূর্তি ভেঙে ফেলে একদল জনতা। প্রায় একই ধরনের দৃশ্য দেখা গিয়েছিল শ্রীলঙ্কাতেও। তবে দ্বীপরাষ্ট্রে লুটপাটের চেহারা বাংলাদেশের মতো ভয়ানক ছিল না।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন অনলাইন