বুধবার, ২৯ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১৫ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
ভারতের বিপক্ষে টেস্ট চলাকালীন সময়ে বিসিবি সভাপতি হায়দরাবাদে জানিয়েছিলেন, ভারত সিরিজের পর কিংবা শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশ দল পাবে স্পিন বোলিং কোচ।
ভারতীয় ক্রিকেট দলের কোচ অনিল কুম্বলের পরামর্শে সুনীল যোশির সঙ্গে কথা এগিয়েছিল বিসিবির। গণমাধ্যমে এমন খবর হায়দরাবাদ থেকে উড়ে এসেছিল। কিন্তু সবশেষ খবর হচ্ছে, শ্রীলঙ্কা সিরিজের আগে এবং সিরিজ চলাকালীন সময়ে স্পিন বোলিং কোচ পাচ্ছেন না সাকিব আল হাসান, তাইজুল ইসলামরা। এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
গতকাল রোববার মিরপুরে নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘স্পিন কোচের ব্যপারে বোর্ড বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছে। দুই একজন শর্টলিস্টেডও হয়েছে এবং তাদের সঙ্গে যোগাযোগও হচ্ছে। যাদের সঙ্গে কথা হচ্ছে তাদের নাম প্রকাশ করতে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে।’
বোর্ডের শীর্ষ এই কর্মকর্তা ধারণা দিয়েছেন, শুধুমাত্র জাতীয় দল নয়, বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট ও স্পিন বিভাগ নিয়ে কাজ করবেন স্পিন বোলিং কোচ। তিনি বলেছেন, ‘শুধু জাতীয় দলের স্পিনারদের নিয়েই নয়, আমাদের যে স্পিনারদের গ্রুপ আছে তাদের সবাইকে নিয়েই কাজ করবে কোচ। শ্রীলঙ্কা সিরিজের শেষে এইচপি প্রোগ্রাম দিয়ে শুরু করার পরিকল্পনা আমাদের।’ এপ্রিল কিংবা মে মাসে এইচপি ইউনিটের কার্যক্রম শুরু করবে বিসিবি। এবারও এইচপি ইউনিটের দায়িত্বে থাকবেন সাইমন হেলমেট। গত অক্টোবরে রুয়ান কালপাগে বরখাস্ত হওয়ার পর থেকেই একজন স্পিন কোচ খুঁজছে বিসিবি। রাইজিংবিডি