সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
দেশের সেরা অনলাইন টিকেট প্লাটফর্ম বিডিটিকেটস ডটকম সঙ্গীতপ্রেমীদের জন্য আসন্ন কনসার্ট ‘শ্রেয়া ঘোষাল মেলোডি নাইট’ এর টিকেটের ব্যবস্থা করেছে। ঘরে বসেই গ্রাহকরা উপমহাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষালের অংশগ্রহণে স্মরনীয় এ সঙ্গীত সন্ধ্যার টিকেট কিনতে পারবেন। বিডিটিকেটস ডটকমের ইভেন্ট সার্ভিস থেকে গ্রাহকরা এ কনসার্টের টিকেট কিনতে পারবেন। গ্রাহকদেরকে ক্যাশ অন ডেলিভারি কিংবা ব্যাংক প্রসেসিং’ এর জন্য অতিরিক্ত কোন প্রকার চার্জ দিতে হবে না।
বিডিটিকেটস ডটকম ঢাকায় বসবাসকারী গ্রাহকদের কাছে তিন ঘন্টার মধ্যে টিকেট পৌছে দিবে। ৩০ মার্চ ২০১৭ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে ক্যাশ অন ডেলিভারি সেবা দেওয়া হবে। কনসার্টে কিন্নর কন্ঠী গায়িকা শ্রেয়া ঘোষালের পাশাপাশি ভারতীয় শিল্পী কিঞ্জল এবং বাংলাদেশী শিল্পী পিন্টু ঘোষ, মিফতাহ জামান এবং তাসনিম আনিকাও সঙ্গীত পরিবেশন করবেন। আগামী ৩১ মার্চ ২০১৭ (শুক্রবার) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার ৪ নাম্বার হলে কনসার্টটি অনুষ্ঠিত হবে। দর্শকদের জন্য বিকাল ৪টা থেকে হলের গেট উন্মুক্ত থাকবে।