ষাট পেরিয়েও অটুট থাকবে যৌবন! মাত্র ৭ দিন সস্তার এই পাতার রস খেলেই কেল্লাফতে

আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ৯:১৮ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


প্রকৃতির নিয়মে বার্ধক্য একদিন আসবেই। সময়ের আগে এলে তা মোটেই সুখকর নয়। আজকাল অনিয়মিত জীবনযাপনের জন্য অল্প বয়সেই দেখা দেয় একাধিক ক্রনিক রোগ। শরীরের সঙ্গেই প্রভাব পড়ে যৌন জীবনেও।

যার জন্য অনেক সময়ে অনেক টাকা খরচ করেও তেমন লাভ হয় না। আর এই সমস্যারই সমাধান করতে পারে সস্তার একটি পাতা। গ্রাম বাংলার সেই পাতা নিয়মিত খেলেই মিলবে হাজার উপকার।

আর্য়ুবেদে বহু যুগ ধরে থানকুনি পাতা ব্যবহার করা হয়। সকালে খালি পেটে তিন থেকে চারটে থানকুনি পাতা ভাল করে ধুয়ে খেতে পারলে দারুণ উপকার পাবেন। এছাড়াও গরম ভাতের পাতেও খেতে পারেন থানকুনি পাতা বাটা।

বয়স বাড়লেও যৌবন ধরে রেখে দেয় থানকুনি পাতার রস। প্রতিদিন একগ্লাস দুধে ৫-৬ চা চামচ থানকুনি পাতার রস মিশিয়ে খেলে লাবণ্য চলে আসে চেহারায়। নিয়মিত থানকুনি পাতার রস খেলে ঝিমিয়ে পড়া যৌন জীবনেও উষ্ণতা খুঁজে পাবেন, শরীর থাকবে চাঙ্গা।

থানকুনি পাতা লিভার ভাল রাখে। আলসার, ডায়েরিয়া সহ পেটের যে কোনও সমস্যা নিরাময়ে দারুণ কাজ করে এই পাতা। থানকুনি পাতার রস খেলে ত্বকের কালো দাগ ছোপ দূর হয়, দ্রুত আসে ত্বকের জেল্লা। থানকুনি পাতা বেঁটে মুখে লাগালেও উপকার পাওয়া যায়। এক সপ্তাহ এই টোটকা ব্যবহার করলেই চামড়া থাকে টানটান।

স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে থানকুনি পাতা। নিয়মিত এই পাতা খেলে নার্ভের সমস্যাতেও উপকার পাওয়া যায়। সকালে কিছুটা জলে এই পাতা সেদ্ধ করে ছেঁকে নিন। এবার এই জল দিয়ে ভাল করে কুলকুচি করলেই মুখের বাজে গন্ধ, দাঁতে ব্যথা কমবে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

 

এ বিভাগের অন্যান্য সংবাদ