সংগীতশিল্পী আব্দুল জলিল আর নেই

আপডেট: জানুয়ারি ৮, ২০২৫, ৭:৫১ অপরাহ্ণ

বাগাতিপাড়া প্রতিনিধি


বাংলাদেশ টেলিভিশন ও বেতার কেন্দ্রের শিল্পী মো. আব্দুল জলিল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বরেণ্য এই সংগীতশিল্পী হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার (৮ জানুয়ারি) ভোর ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

তিনি নাটোরের বাগাতিপাড়ার জামনগর ইউনিয়নের ভিতরভাগ গ্রামের মরহুম কলিম উদ্দিনের ছেলে। ওই দিনই দুপুর ২টার দিকে ভিতরভাগ কেন্দ্রীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

Exit mobile version