সোমবার, ১৬ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ২ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদ কর্মিদের আগামী ২০ রমজানের মধ্যে উৎসবভাতা (ঈদ বোনাস) ও সকল বকেয়াসহ চলতি মাসের বেতন/ভাতা পরিশোধের দাবি জানিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। গতকাল বুধবার ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানান।
আরইউজে’র সভাপতি কাজী শাহেদ ও সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ এক বিবৃতিতে উল্লেখ করেন, রোজার মাস চলছে। মাস শেষেই মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। সংবাদকর্মীরা যাতে পবিত্র ঈদে পরিবার পরিজন নিয়ে সুষ্ঠুভাবে উৎসব পালন করতে পারেন। এজন্য ঈদের ১০ দিন আগেই সকল বকেয়া বেতন/ভাতা পরিশোধ করার জন্য গণমাধ্যমের মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।