বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
বর্তমানের ডিজিটাল যুগে অনেকেই নিজেদের গ্যাজেটে খবর পড়তে পছন্দ করেন। কিন্তু এখনও এমন কিছু পাঠক আছেন যাঁরা সংবাদপত্র পড়তে পছন্দ করেন। তাঁদের কাছে এক কাপ চা এবং সংবাদপত্র ছাড়া সকাল অসম্পূর্ণ।
সময়ের সাথে সাথে, সংবাদপত্রগুলি তাদের খবর পরিবেশনে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন এনেছে, কিন্তু কিছু জিনিস এখনও অপরিবর্তিত রয়েছে। খবরের কাগজ পড়তে গিয়ে কখনও খেয়াল করেছেন পাতার নীচের দিকে চারটি রঙিন ডট থাকে। কী উদ্দেশে সেগুলি দেওয়া থাকে কখনও জানতে ইচ্ছে করেনি? সংবাদপত্রগুলির কাছেও বা ওই ডটগুলির গুরুত্ব কী?
এই ডটগুলি কাগজ ছাপার সময় সঠিক রঙের চিহ্নিত নিশ্চিত করতে ব্যবহার করায়। আমরা সকলেই জানি, লাল, হলুদ এবং নীল এই রংগুলিকে অন্য রঙের মিশ্রণে তৈরি করা যায় না। কিন্তু, এই তিনটি প্রাথমিক রঙকে ব্যবহার করে বিভিন্ন রঙ তৈরি করা যায়। মুদ্রণে এই তিনটি রঙের ব্যবহার করে নানা রঙ তৈরি করা হয়। এর পাশাপাশি চতুর্থ রঙ হিসাবে কালো রঙকে ব্যবহার করা হয়।
কাগজের নীচে থাকা ডটগুলি নীল, গোলাপি, হলুদ এবং কালো এই অনুসারে সাজানো থাকা। এই রঙগুলির সাহায্যে সংবাদপত্রে রঙিন ছবি এবং শিরোনাম তৈরি করা হয়। মুদ্রণ প্রক্রিয়া চলাকালীন চারটি রঙের প্রতিটির জন্য পৃথক প্লেট ব্যবহার করা হয়। খবরের কাগজের ছবিগুলিকে তীক্ষ্ণ এবং প্রাণবন্ত করতে এই প্লেটগুলির ব্যবহার আবশ্যিক। যদি প্লেটগুলি ভুলভাবে বসানো হয়, তাহলে ছবিগুলি ঝাপসা দেখাবে। ছবির রঙ ঠিক মতো দেখাবে না।
শুধু সংবাদপত্রেই নয়, বই এবং ম্যাগাজিন ছাপাতেও এই পদ্ধতিই অনুসরণ করা হয়। ১৯০৬ সালে ঈগল প্রিন্টিং কোম্পানি এই পদ্ধতিতে ছাপা শুরু করে। পরবর্তিতে সকলে এই পদ্ধতি অনুসরণ করা শুরু করে। আজও তা চলছে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন