সংবাদপত্র হর্কাস শ্রমিক ইউনিয়নের ক্রিকেট খেলার ফাইনাল আজ

আপডেট: নভেম্বর ২৪, ২০১৬, ১০:৩২ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি
প্রথম আলোর ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী সংবাদপত্র হর্কাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেট খেলায় হেকমতউল্লাহ লায়ন্স ও বই বিথী কিংস ফাইনালে। আজ শুক্রবার নগরীর রুয়েট  মাঠে হেকমত উল্লাহ লায়ন্স ও বইবিথী কিংস এর ফাইনাল মাঠে অনুষ্ঠিত হবে।
গতকাল বৃহস্পতিবার বইবিথী কিংস এর সঙ্গে শ্রী জুগলি কিশোর এক্সপ্রেসের খেলা নগরীর কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে ১২ ওভারে বইবিথী কিংস ১৬৩ রান করে জবাবে শ্রী জুগলি কিশর এক্সপ্রেস ১০০ রান করে ৬৩ রানে জয়লাভ করে বইবিথী কিংস। অপরদিকে হেকমতউল্লাহ লায়ন্সের সঙ্গে সঞ্জিতা রাইডাসের খেলা নগরীর রুয়েট মাঠে ১২ ওভারে সব উইকেট হারিয়ে সঞ্জিতা রাইডাস ৭৪ রান করে জবাবে ৪ বল হাতে থাকতেই ৫ উইকেটের জয় পায় হেকমতউল্লাহ লায়ন্স। আজ শুক্রবার নগরীর রুয়েট মাঠে হেকমতউল্লাহ লায়ন্সের সঙ্গে বইবিথী কিংসের ক্রিকেটের ফাইনাল খেলাসহ সংবাদপত্র শ্রমিকদের সাইকেল রেশ খেলা  অনুষ্ঠিত হবে। আগামী ২৬ তারিখ শনিবার দুপুরে নগরীর রেলগেট ইউনিয়ন কার্যালয়ের প্রথম আলোর ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরুস্কার বিতরণ, রাফেল ড্র ও বনভোজন অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে সকল সংবাদপত্র শ্রমিক,এজেন্টগনসহ সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন আয়োজক কমিটির প্রধান মো. দুলাল হোসেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ