‘সংবাদমাধ্যমকে দু’ঘণ্টা গালি দিতে চাই’, মাইকের অনুমতি চেয়ে প্রশাসনের দ্বারস্থ যুবক!

আপডেট: জানুয়ারি ১৪, ২০২৪, ১২:৫৫ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


একটি বিশেষ সংবাদমাধ্যমকে গালি দিতে চান এক যুবক, এমনই অদ্ভুত আবেদন নিয়ে প্রশাসনের দ্বারস্থ হলেন উত্তরপ্রদেশের তিনি। দু’ঘণ্টা ধরে মাইকে গালি দেয়ার আবেদন জানিয়েছেন যুবক। ওই সংবাদমাধ্যমের বিরুদ্ধে তাঁকে নিয়ে ভুল খবর প্রচার করার অভিযোগ করছেন তিনি।

উত্তরপ্রদেশের প্রতাপগড়ের বাসিন্দা প্রতীক সিংহ। তিনি এলাকার সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত একটি আবেদন জমা দিয়েছেন। আবেদনে উল্লেখ করেছেন, এলাকার একটি সংবাদমাধ্যমের অফিসের সামনে তিনি মাইক লাগাতে চান। টানা দু’ঘণ্টা সেই মাইকের মাধ্যমে গালি দিতে চান ওই অফিসের কর্মচারী এবং কর্তৃপক্ষকে।

সংবাদমাধ্যমের ওপর এতো রাগ কেন যুবকের? তিনি জানান, সংবাদপত্রের একটি প্রতিবেদনে তাঁকে ‘জমি মাফিয়া’ বলে দেগে দেয়া হয়েছে। অভিযোগ, তিনি নাকি কারো জমি কেড়ে নিয়েছেন। এই অভিযোগ অস্বীকার করেছেন যুবক। সংবাদমাধ্যম কর্তৃপক্ষকে মানহানির নোটিশও পাঠিয়েছেন তিনি।

চিঠিতে যুবক দাবি করেছেন, গত ৯ জানুয়ারি তিনি তাঁর একটি জমিতে বুলডোজার চালিয়েছেন। তার পরেই সংবাদপত্রে তাঁকে ‘জমি মাফিয়া’ বলে অভিহিত করা হয়েছে। সপক্ষে উপযুক্ত প্রমাণও দেয়া হয়নি বলে দাবি তার। এই প্রতিবেদনের জবাবে আগামী ১৫ জানুয়ারি বেলা ১২টা থেকে দু’ঘণ্টা মাইকে ওই সংবাদমাধ্যমের উদ্দেশ্যে অবমাননাকর মন্তব্য করতে চান, জানিয়েছেন যুবক।

চিঠিতে যুবক এ-ও জানান, তিনি কাউকে কোনো ভয় দেখাবেন না, হুমকি দেবেন না বা কোনোভাবে হিংসার আশ্রয় নেবেন না। কেবল গালি দিতে চান। এই ধরনের কোনো আবেদনপত্র এর আগে ম্যাজিস্ট্রেটের অফিসে জমা পড়া হয় বলে কেউ মনে করতে পারছেন না।
তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ