সংবাদ প্রকাশের পরে সংস্কার হলো ৫৮ নম্বর রেলব্রিজ

আপডেট: মার্চ ২৩, ২০২৪, ১১:১৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:‘রেলব্রিজের ২৭টি স্লিপার আটকাতে ১৯ টুকরা কাঠের বাটাম’ শিরোনামে দৈনিক সোনার দেশ পত্রিকায় সংবাদ প্রকাশের পরে সংস্কার হলো সেই রেলব্রিজ। শনিবার (২৩ মার্চ) সকালে এই শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপরে রেলওয়ে কর্তৃপক্ষ রাজশাহী মহানগরীর বুধপাড়া গণির মোড় এলাকায় অবস্থিত ওই ব্রিজটি (নম্বর ৫৮) সংস্কার করা হয়।

ব্রিজটিতে গিয়ে দেখা গেছে, ব্রিজটিতে সাতটি স্লিপার লাগানো হয়েছে। এরমধ্যে তিনটি নতুন ও চারটি পুরানো স্লিপার। এছাড়া রেলওয়ের বাইরে লাগানো বাটামগুলো খুলে ফেলা হয়েছে। তবে এবার লাইনের ভেতর দিয়ে লাগানো হয়েছে কাঠের বাটাম। এছাড়া দিনভর রেলওয়ের কর্মী সংশ্লিষ্টরা কাজ করে ব্রিজটি মেরামত করে।

এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের উদ্ধর্তন উপসহকারী (পথ) ভবেশ চন্দ রাজবংশী বলেন, দিনভর কাজ করা হয়েছে। ব্রিজটি ঠিক করা হয়েছে। নতুন করে স্লিপার লাগানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ