সংবাদ প্রকাশের পর চাল পেলো অসহায় ২০ চৌধুরী পরিবার

আপডেট: অক্টোবর ১৪, ২০২১, ২:০৪ অপরাহ্ণ


শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা :


অল্প হলেও আমরা চাল পেলাাম। জীবনের প্রথম আমরা সরকারি সাহায্য পেলাম। আমরা খুবই খুশি। আমরা জীবনে পত্রিকা কী তা বুঝিনি। আজ বুঝলাম যে পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় আমাদের সাহায্য দিতে ছুটে এসেছেন রেখা আপা। কথাগুলো উপজেলার চককীর্তি ইউনিয়নের চকনরেন্দ্র গ্রামের শ্রীমতি শান্তনা রানী চৌধুরী ও ধাইনগর ইউনিয়নর চক নরেন্দ্র গ্রামের অঞ্জলি রাণী চৌধূরী । গত ৩ ও ৪ অক্টোবর দৈনিক সোনার দেশ সহ বিভিন্ন পত্রিকায় আমরা নাকি চৌধুরী? তাই সাহায্য পাইনা, শিবগঞ্জে অসহায় ৪০টি পরিবার সাহায্য থেকে বঞ্চিত সহ বিভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ায় সাহায্যের জন্য ছুটে গেলেন জেলা পরিষদের সদস্য শাহিদা খাতুন রেখা। গত বুধবার সন্ধ্যায় জেলার শিবগঞ্জ উপজেলায় চককীর্তি ও ধাইনগর াইউনিয়নের চক নরেন্দ্র গ্রামে উপস্থিত হয়ে গরীব ও অসহায় ২০টি পরিবারের মাঝে চাল বিতরণ করেন ।এ সময় তিনি বলেন, এখন আপনাদের শারর্দীয় পুজা উৎসব চলছে। আপনারা অত্যন্ত কষ্টের মাঝে পূজা উদযাপন করছেন। তাই সামান কিছু নিয়ে আপনার কাছে ছুটে এসেছি। আপনারা হিন্দু সম্প্রদায়ের ৪০টি পরিবার দীর্ঘদিন যাবত সব ধরনের সরকারী সাহায্য থেকে বঞ্চিত আছে,যা আমি পত্রিকার ামাধ্যমে জানতে পেরেছি। এটা খুবই দু:খ জনক। এখন থেকে আপনারা আর সরকারী সাহায্য থেকে বিঞ্চত হবেন না।তিনি আরো বলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাংলাদেশে কেউ বস্ত্রহীন,অন্নহীন ও নিরাশ্রয় থাববে না। তারাই ধারাবাহিকতায় আজকের এ ছোট আয়োজন। এ সময় আারো উপস্থিত ছিলেন কৃষক লীগ নেতা মাইনুল ইসলাম লাল্টু, রবিদাস মানবিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক শ্রী প্রফুল্ল কুমার রবিদাস, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক সফিকুল ইসলাম, আহসান হাবিব প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ