শনিবার, ২৫ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী পশ্চিমাঞ্চল মুক্তিযোদ্ধা সমবায় সমিতির রিমিটেডের উদ্বোধরন করেন সাংসদ ফজলে হোসেন বাদশা ও আয়েন উদ্দিনসহ অতিথিরা-সোনার দেশ
সাংসদ ফজলে হোসেন বাদশা বলেছেন, দেশের সংবিধান অনুযায়ী দেশ এগিয়ে যাবে। সংবিধানের বাইরে কোন কিছু আপোস করা হবে না। প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। গতকাল শুক্রবার সকালে রাজশাহীর কাশিয়াডাঙ্গা মোড়ে পশ্চিমাঞ্চল মুক্তিযোদ্ধা সমবায় সমিতির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
সাংসদ বাদশা বলেন, বাহাত্তরের সংবিধানের ৪টি মূল নীতিকে প্রতিষ্ঠা করা হয়েছে। সংবিধানের মূলনীতি হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার নীতি। মুক্তিযুদ্ধের চেতনার সেই মূলনীতি প্রতিষ্ঠা হয়েছে। তাই বাহাত্তরের সংবিধান প্রতিষ্ঠার জন্য যারা কাজ করেছেন তারা আরেকটি মুক্তিযুদ্ধ করেছেন। মূল নীতির বাইরে যারা কাজ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। স্বাধীনতার পর অনেকেই অনেক কিছু করলেও মুক্তিযোদ্ধারা অনেক ক্ষেত্রে বঞ্চিতই থেকে গেছে। সরকার মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়িয়েছে। আমারও ইচ্ছা আছে মুক্তিযোদ্ধাদের জন্য বড় কিছু করা। আমি এই সমবায় সমিতির মাধ্যমে এমন কিছু করতে চাই যেখানে মুক্তিযোদ্ধারা স্বয়ং সম্পূর্ণ হিসাবে যেন দাঁড়াতে পারে।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সাংসদ আয়েন উদ্দিন, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাবেত আলী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহানগর কমান্ডার ডা. আব্দুল মান্নান। স্বাগত বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা শুকুর উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পশ্চিমাঞ্চল মুক্তিযোদ্ধা সমবায় সমিতির সভাপতি আব্দুল আজিজ। আলোচনা সভার পূর্বে সমবায় সমিতির ভিত্তিপ্রস্তরের মোড়ক উন্মোচন, দোয়া ও বৃক্ষরোপণ করেন, সাংসদ ফজলে হোসেন বাদশা ও আয়েন উদ্দিন, রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাবেত আলী, মহানগর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ডা. আবদুল মান্নান।