শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
নতুন বছরে জাতীয় সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আগামী ২২ জানুয়ারি বিকাল ৪টায় দশম সংসদের চতুর্দশ অধিবেশন বসবে বলে মঙ্গলবার সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে।
সংসদের জনসংযোগ পরিচালক এ এম মোতাহের হোসেন বলেন, রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে সংসদের অধিবেশন আহ্বান করেছেন। বিধি অনুযায়ী, বছরের শুরুর অধিবেশনের শুরুতে সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি। পুরো অধিবেশন জুড়ে সংসদ সদস্যরা তার ওপর আলোচনা করবেন।
সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, সংসদের বর্তমান সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের মৃত্যুতে রেওয়াজ অনুযায়ী প্রথম দিনের বৈঠকের শুরুতে শোক প্রস্তাব গ্রহণের পর অধিবেশন মুলতবি হবে। রাষ্ট্রপতির ভাষণের পর অধিবেশন ফের মুলতুবি হবে। এর পর অধিবেশন শুরু হলে রাষ্ট্রপতির ভাষণের প্রধান হুইপের আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে সকল সংসদ সদস্য আলোচনা করবেন। গেল বছরের শেষ অধিবেশন বসেছিল গত ৪ ডিসেম্বর, ৮ ডিসেম্বর সংসদের ত্রয়োদশ অধিবেশন শেষ হয়।
সংবিধান অনুযায়ী, এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে সংসদের পরবর্তী অধিবেশন অনুষ্ঠিত হতে হবে। ২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপিবিহীন ভোটের পর দশম সংসদের প্রথম অধিবেশন শুরু হয় ২৯ জানুয়ারি।
সংসদের বাজেট অধিবেশন ও বছরের প্রথম অধিবেশন সাধারণত দীর্ঘ সময় ধরে চলে। ২০১৬ সালে বছরের শুরুর অধিবেশনে কার্যদিবস ছিলো ২৭টি। ওই বছরের ২০ জানুয়ারি শুরু হয়ে অধিবেশন চলে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।- বিডিনিউজ