সকল ধর্মে মানবতার কথা বলা আছে : যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত

আপডেট: অক্টোবর ১২, ২০২৪, ১১:৪৬ পূর্বাহ্ণ


বাঘা (রাজশাহী) প্রতিনিধি :


শিক্ষা মন্ত্রণালয়ের (কারিগরি ও মাদ্রাসা বিভাগ) যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত বলেছেন, মানুষ মানুষের জন্য আমরা যে যেই ধর্ম পালন করি না কেন, সকল ধর্মে মানবতার কথা বলা আছে। আমি সমাজ দর্শন অনুসরণ করি। আমরা যদি মানুষের কষ্ট অনুধাবন করতে পারি, তাহলে প্রত্যেকের নিজের অবস্থান থেকে কাজ করতে পারবে।

বাঘা উপজেলার আড়ানী ক্ষ্যাপা বাবার আশ্রমের হিন্দু সম্প্রদায়ের লোকজনদেও সাথে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম।

শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টায় আড়ানী ক্ষ্যাপা বাবার আশ্রমের পূজা উদযাপন কমিটির সভাপতি হারান কুমারের সভাপতিত্বে ও আড়ানী সরকারি মনোমোহীনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুজিত কুমার বাকু পান্ডে, সাধারণ সম্পাদক অপূর্ব কুমার সাহা,

উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুন, বাঘা প্রেস ক্লাবের আহবায়ক আবদুল লতিফ মিঞা, আড়ানী পৌর বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক, আড়ানী পৌর বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রাম গোপাল সাহা প্রমুখ।

এছাড়া যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত উপজেলার বাউসা, আড়ানী, বাজুবাঘা, গড়গড়ি, মনিগ্রাম, পাকুড়িয়া, বাঘা ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন পূজামন্ডব পরিদর্শন করেন। এ উপজেলায় ৪৮টি পূজামন্ডবে তার নিজস্ব অর্থায়নে মণ্ডবের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে পোশাক তুলে দেন। পরিদর্শন শেষে মন্ডবের রেজিষ্টার খাতায় মন্তব্য লিখে স্বাক্ষর করেন। #

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version