সঙ্গীতজ্ঞ রশিদ খানের মৃত্যুত রাজশাহী এসোসিয়শনের শোক প্রকাশ

আপডেট: জানুয়ারি ১১, ২০২৪, ১০:৪৩ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি:


ভারতের বিশিষ্ট সঙ্গীতজ্ঞ উস্তাদ রশিদ খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন রাজশাহীর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান রাজশাহী এসোসিয়েশনের সহ-সভাপতি অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক ও সাধারণ সমাপদিক ড. তসিকুল ইসলাম রাজা। বিবৃতিতে বলেন, মহৎ সঙ্গীতগুরু রশিদ খানের মৃত্যুতে ভারত একজন কৃতী সন্তানকে হারালো এবং বিশ্বের বাঙালিরা একজন নিকটজনকে হারালেন। তাঁর অকাল মৃত্যুর শূন্যস্থান পূরণ হবার নয়। নেতৃবৃন্দ বিবৃতিতে প্রয়াত রশিদ খানের শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

উল্লেখ্য, মঙ্গলবার বিকালে (৯ জানুয়ারি) ৫৫ বছর বয়সে মারা যান রাশিদ খান। এই শিল্পী গত কয়েক বছর ধরে প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন। এর মধ্যে গত ডিসেম্বরে স্ট্রোক করলে প্রথমে তাকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ইনটেনসিভ থেরাপি ইউনিটে (আইটিইউ) রাখা হয়। হাসপাতালে চিকিৎসা চলার মধ্যেই দিনে দিনে শরীর খারাপ হতে থাকে। মঙ্গলবার অবস্থা বেশি খারাপ হওয়ায় আইসিইউতে নিয়ে ভেন্টিলেশনে নেয়া হয় এই শিল্পীকে।

বুধবার কলকাতার রবীন্দ্রসদনে গান স্যালুটের মধ্যে দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয় প্রয়াত শিল্পীকে। সে সময় উপস্থিত ছিলেন শিল্পীর পরিবার, স্বজনরা। এছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিসহ সরকারের আরও কয়েকজন।

রাশিদকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন হৈমন্তী শুক্ল, ঊষা উত্থুপ, তেজেন্দ্রনারায়ণ মজুমদার, দেবজ্যোতি বসু, সমর সাহাসহ আরও অনেককে। রাশিদকে শেষ শ্রদ্ধা জানানোর পর তার মরদেহ নিয়ে যাওয়া হয় শিল্পীর বাসভবনে। রাশিদকে দাফন করা হবে তার জন্মস্থান উত্তর প্রদেশের বদায়ুঁতে।

এ বিভাগের অন্যান্য সংবাদ