বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
খোঁজ চলছে সঙ্গীর। আর সঙ্গীর খোঁজ করতেই মার্কিন শহরে ঘুরে বেড়াচ্ছে শত শত ট্যারান্টুলা। আর তাদের দেখতেই ভিড় জমাচ্ছেন শত শত মানুষ।
অনেকেই বলছেন কলোরাডোতে এখন বাতাসে ভালবাসা। গবেষকরা বলছেন, এটাই ট্যারান্টুলাদের মিলিত হওয়ার সময়।এই সময় পুরুষ ট্যারান্টুলারা সঙ্গীর সন্ধানে বেরিয়ে আসে। তাদের এই সঙ্গী খোঁজার প্রক্রিয়া দেখার জন্যই ছুটে আসেন বহু মানুষ।
গবেষক, কৌতূহলী জনগন এই সময়ে তাদের ঘুরে বেড়ানো দেখে। অনেকেই এই সময় বিস্তীর্ণ এলাকায় গাড়ি নিয়ে গিয়ে মাকড়সাদের আনাগোনা দেখেন। অনেকেই রাতের অন্ধকার নামলে, আলো জ্বালিয়ে দেখতে শুরু করেন তাদের।
কিন্তু ভয়? লা জান্টার বাসিন্দাদের জন্য ট্যারান্টুলা আর ভয়ের বিষয় নয়। সিনেমা বা ছবিতে তাদের যেমনটা দেখা যায়, স্থানীয় বাসিন্দারা আবার তেমনটা মনে করেন না কিছুতেই। স্থানীয়দের মতে ওই বাস্তুতন্ত্রে তাদের উপস্থিতি সমান ভাবে গুরুত্বপূর্ন। অন্য শহর থেকেও এই সময়ের সাক্ষী থাকতে ছুটে আসেন বহু মানুষ।
তথ্যসূত্র: আজকাল অনলাইন