সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রলীগের চার কর্মীর লাশ হস্তান্তর

আপডেট: জানুয়ারি ২০, ২০২৪, ২:৪৬ অপরাহ্ণ

দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার

সোনার দেশ ডেস্ক :


সিলেটের জৈন্তাপুরে প্রাইভেটকার খাদে পড়ে নিহত ছাত্রলীগের চার কর্মির লাশ হস্তান্তর করেছে পুলিশ। শনিবার (২০ জানুয়ারি) ভোরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশগুলি হস্তান্তর করা হয়। নিহতদের সবাই উপজেলা ছাত্রলীগের কর্মী।
শুক্রবার (১৯ জানুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুরের ৪ নম্বর বাংলাবাজার রাংপানি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লামাপাড়া গ্রামের জহুরুল মিয়ার ছেলে জুবায়ের আহসান (২৬), নিজপাট তোয়াসীহাটি গ্রামের রণদ্বীপ পালের ছেলে নেহাল পাল রিসব (২৫), নিজপাট পানিহারাহাটি গ্রামের আরজু মিয়ার ছেলে মেহেদী হোসেন তমাল (২৪) ও নিজপাট জাঙ্গালহাটি গ্রামের হারুন মিয়ার ছেলে সুমন আহমদ (২৫) ৷
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন

এ বিভাগের অন্যান্য সংবাদ