সড়ক নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধিতে বিআরটিএর সেমিনার অনুষ্ঠিত

আপডেট: অক্টোবর ২২, ২০২৪, ৮:৩৫ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি


জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১১টায় শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে সেমিনারের আয়োজন করা হয়।

স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আযাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের সড়ক পারাপার ও চলাচল সম্পর্কিত সচেতনতা বিষয়ক দিক নির্দেশনা মূলক আলোচনা করেন বিআরটিএ সড়ক সার্কেলের সহকারী পরিচালক আবদুর রশিদ, বিশেষ অতিথি হিসেবে নিরাপদ সড়ক সম্পর্কিত চিহ্ন সমূহের উপর আলোকপাত করেন পুলিশ সুপার কার্যালয়ের ট্রাফিক পুলিশ পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন, বিআরটিএ রাজশাহী সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ আতাউর রহমান ও নিরাপদ সড়ক চাই রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি মোঃ ওলিউর রহমান বাবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা রফিক আলম।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version