বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ৫ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
কাটাখালি থেকে তালাইমারী সড়কের গাছের ডাল পড়ে তার ছিড়ে যায়। ফলে বিদ্যুৎ বন্ধ ছিল। রোববার (১৩ ফেব্রুয়ারি) সকালে সড়ক ও জনপথের ঠিকাদার দ্বারা গাছপালা কর্তনের সময়ে অসতর্কভাবে কাজ করার ফলে বিবিবি-১, রাজশাহীর অধীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে ১১ কেভি ভার্সিটি ফিডারের ১১ কেভি লাইনের উপর গাছের ডাল পড়ে যাওয়ার ফলে তিন স্প্যান ১১ কেভি লাইন ছিড়ে মাটিতে পড়ে যায়। এতে ভার্সিটি ফিডার ফল্ট হয়ে বন্ধ হয়ে যায়।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) অফিসার ও কারিগরি টিমের চেষ্টায় জরুরি ভিত্তিতে বিকল্প পদ্ধতিতে ভার্সিটি ফিডারটি আনুমানিক ১২ টা ৫ মিনিটে চালু করা হয়। এমতাবস্থায় গ্রাহক সেবা ও গ্রাহক ভোগান্তি নিরসনের স্বার্থে ঠিকাদারী কাজের সময় সকলকে আরো সতর্কভাবে কাজ করার জন্য অনুরোধ জানায় নেসকো।