সোমবার, ২ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সত্রাজিতপুর ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক কাউন্সিল রোববার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। সত্রাজিতপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজম আলির সভাপতিত্বে ছত্রাজিতপুর চকঘোড়াপাখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি তোহিদুল আলম টিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহসভাপতি মেশবাহুল হক, শিবগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহতাজ উদ্দিন এফতার, পৌর যুবলীগের সাধারণ সম্পাদ আবুল কালাম আজাদ, পৌর আওয়ামীলীগে আতিকুল ইসলাম টুটুল খান, বঙ্গবন্ধু প্রজন্মলীগের শিবগঞ্জ থানা শাখার সভাপতি জিয়াউল হক জিয়া প্রমুখ। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ওয়াশকরনীকে সভাপতি ও আজম আলি আজিমকে সাধারণ সম্পাদক করে ৬১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।