সদ্য কারামুক্ত ৩০ নেতাকর্মীদের ব্যাপক আয়োজনে সংবর্ধিত করল ঈশ্বরদী বিএনপি

আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৪, ১০:১৮ অপরাহ্ণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি


সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনবহরে গুলিবর্ষন মামলায় ৫ বছর কারাগারে অন্তরীণ থেকে সদ্য মুক্ত হওয়া ঈশ্বরদীর ৩০ বিএনপি নেতাকর্মীদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে।



বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে শহরের রেলওয়ে গেটে খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে কারামুক্ত বিএনপি নেতাদের সম্মানে ব্যাপক আয়োজনে এই সংবর্ধনার আয়োজন করে বিএনপি।

অনুষ্ঠানে প্রতিকীভাবে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া (মঞ্চে সভাপতির চেয়ারে তাঁর ছবি রাখা হয়) এবং ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান (প্রধান অতিথির চেয়ারও ফাঁকা রেখে সেখানে তাঁর ছবি রাখা হয়)।

সদ্য কারামুক্ত ৩০ বিএনপি নেতাদের মধ্যে বিএনপি নেতা আলাউদ্দিন বিশ্বাস, আনোয়ার হোসেন জনি, সেলিম আহমেদ ছাড়াও বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবিব, পৌর বিএনপির আহবায়ক এস.এম. ফজলুর রহমান, সদস্য সচিব বিষ্টু সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান, পৌর কমিটির আহবায়ক মামুনুর রশীদ নান্টু প্রমুখ।

বিকেল ৩টা থেকে উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সংবর্ধনাস্থলে হাজির হন কয়েক হাজার দলীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠানে অবিলম্বে এই মামলায় কারাবন্দী ৯জন ফাঁসির আসামী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু, তৎকালীন ছাত্রদল নেতা ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর প্যানেল মেয়র শামসুল আলম, পৌর বিএনপির সাবেক সভাপতি এ.কে.এম আখতারুজ্জামান, বিএনপি নেতা মাহবুবুর রহমান পলাশ, ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম ভিপি শাহিন, বিএনপি নেতা শহিদুল ইসলাম অটল, যুবদল নেতা আজিজুর রহমান শাহিন ও মোস্তফা নুরে আলম শ্যামলকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়।

প্রসঙ্গত : চাঞ্চল্যকর ও বহুল আলোচিত এই হামলার ঘটনাটি ঘটে ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর। ওই ঘটনায় মামলা দায়ের করা হয় ১৯৯৭ সালের ৩ এপ্রিল এবং রায় ঘোষনা করা হয় ২০১৯ সালের ৩ জুলাই। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর গত ২৭ আগষ্ট কারাবন্দী যাবজ্জীবন ও দশ বছর সাজাপ্রাপ্ত ৩০ জন আসামীদের জামিন মঞ্জুর করে উচ্চ আদালত এবং গত রোববার পাবনা ও সোমবার রাজশাহী কারাগার থেকে মুক্তিলাভ করেন তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ