সনাকের কমিউনিটি অ্যাকশন সভায় বিদ্যালয়ের অবকাঠামোর উন্নয়নের দাবি

আপডেট: অক্টোবর ৭, ২০২৪, ৭:৫৩ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি


সচেতন নাগরিক কমিটি (সনাক), রাজশাহী’র অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)’র উদ্যোগে শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে এক কমিউনিটি অ্যাকশন সভা অনুষ্ঠিত হয়। সোমবার (৭ অক্টোবর) ১৬ নং হাড়ুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভায় সভাপতিত্ব করেন এসিজি’র সমন্বয়ক মোসা. রুমা খাতুন।



কমিউনিটি অ্যাকশন সভায় অংশগ্রহণকারী অভিভাবকদের পক্ষ থেকে বিদ্যালয়ের পুরাতন ও ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ করে নতুন ভবন নির্মাণের দাবি জানান। সভায় উত্থাপিত অন্যান্য গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শসমূহ হলো শিক্ষার্থীদের উপবৃত্তি পাবার ক্ষেত্রে যে সব সমস্যা বিদ্যমান তা সমাধান করা; বিদ্যালয়ের ক্লাসরুম ও টয়লেটসমূহ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা; বিদ্যালয়ের খেলার মাঠ উঁচু করা (একটু বৃষ্টি হলেই মাঠে পানি জমে যায়); এবং বসার বেঞ্চের স্বল্পতা দূর করা।

অনুষ্ঠানে পবা উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আলী হাসান উপস্থিত ছিলেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, কমিউনিটি অ্যাকশন সভায় অংশগ্রহণকারীবৃন্দ কর্তৃক উত্থাপিত মতামত ও পরামর্শসমূহ যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামস্ মোশতারী সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং এসিজি’র সদস্য মোসা. শামসুন্নাহার খাতুন, মোসা: রুবিনা খাতুন, মোসা. রোজিনা আক্তার, মোসা. সুমি আকতার, মোসা. রুমেলা ও মো. ইবনে জামান স্মরণ। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), রাজশাহী’র এরিয়া কোঅর্ডিনেটর মো. মনিরুল হক।