মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
জমিজমা ও পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীদের হামলায় মুক্তিযোদ্ধার সন্তানসহ দুই জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন, মুক্তিযোদ্ধা ও সাবেক ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলার আলতাফ হোসেনের পুত্র খালেদ হোসেন সোহেল (২৩) এবং একই এলাকার গোলাম হোসেনের পুত্র নয়ন হোসেন (২৩)। আহত অবস্থায় সোহেল ও নয়নকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহত সোহেল রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের বিএসএস প্রথম বর্ষের ছাত্র ও নগর ছাত্রলীগের সদস্য।
আহত সোহেলের আত্মীয়স্বজনরা জানান, একই এলাকার মোহাম্মদ আলীর পরিবারের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে তাদের। গতকাল বিকেল পৌনে ৫টার দিকে কাশিয়াডাঙ্গা মোড়ে নিজেদের ফলের দোকানে সোহেল বসে ছিল। ওই সময় মোহাম্মদ আলী (৫০) ও তার পুত্র রাকিবুল ইসলাম (২৪), তার চাচা আনোয়ার, নুরুজ্জামানের পুত্র আজিম (২১) ও বিপ্লব (১৯) রড ও লঠিসোটা নিয়ে সোহেলকে মারপিট করে ও দোকানে ভাঙচুর চালায়। এ সময় নয়ন সোহেলের সাহায্যে এগিয়ে আসলে তাকেও মারপিট করা হয়। আঘাতে সোহেলের মাথা ফেটে যায়। মারপিট করার পর সন্ত্রীসারা দোকান থেকে নগদ ৫০ হাজার টাকা, দুইটি মোবাইল ফোন ও সোহেলের গলার স্বর্ণের চেন ছিনিয়ে নেয়। পরে আহত অবস্থায় সোহেল ও নয়নকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রাজপাড়া থানার ওসি আমানউল্লাহ জানান, ঘটনা আমি শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের নেতৃবৃন্দ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা অবিলম্বেই দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোর দাবি করেন। চেতনা বাস্তবায়ন মঞ্চের সভাপতি হাকিম আতাউর রহমান ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানান।