সন্মানীভাতা বৃদ্ধিসহ ৮ দফা দাবিতে নাটোরে পৌর কাউন্সিলরদের মানববন্ধন

আপডেট: জানুয়ারি ৩১, ২০১৭, ১২:১৪ পূর্বাহ্ণ

নাটোর অফিস



নাটোরে পৌর কাউন্সিলরদের সন্মানীভাতা ক শ্রেণির কাউন্সিলরদের ২৫ হাজার টাকা এবং কর্মচারী কর্মকর্তাদের বেতন ভাতা রাজস্ব তহবিল থেকে প্রদানসহ ৮ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গতকাল সোমবার দুপুরে নাটোর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। নাটোর পৌর সভার মেয়র উমা চৌধুরী জলি এ কর্মসূচির সঙ্গে একত্মতা প্রকাশ করেন। এসময় তিনি উল্লেখ করে বলেন, সম্প্রতি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের মাসিক সম্মানী ভাতা ধার্য করা হয়েছে। এতে পৌর কাউন্সিলরদের মাসিক সম্মানী ভাতা সর্বনি¤œ ৮ হাজার টাকা উল্লেখ করা হয়েছে। জেলা পরিষদের মেম্বারদের যেখানে ৩৫ হাজার টাকা এবং পৌর মেয়রদের সম্মানী ভাতা ৩৮ হাজার টাকা ধার্য করা হয়েছে। যা সম্পূর্ণ অস্মানজনক, অবিচার ও বৈষম্যমূলক করা হয়েছে। পরে নাটোর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্বারকলিপি প্রদান করা হয়। এসময় নাটোর জেলার বিভিন্ন পৌর কাউন্সিলররা উপস্থিত ছিলেন।