শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
মহিলা পরিষদের সাংগঠনিক মাসের সমাপনী আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নগর আওয়ামী লীগের সহসভাপতি সমাজসেবী শাহীন আক্তার রেনী বলেছেন, দেশের মাটিতে জঙ্গি ও মৌলবাদের স্থান হবে না। এরা দেশের মাটিতে থেকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। যুদ্ধাপরাধীদের যারা বাঁচাতে চাই তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিএনপি-জামায়াত সহিংসতা করে ক্ষমতায় আসতে চায়। স্বাধীন রাষ্ট্রের মানুষ তাদের এ আশা কোনদিন সফল হতে দেবে না। গতকাল রোববার বিকেল ৫টায় মুক্তিযুদ্ধ পাঠাগার মিলনায়তনে ‘ধর্মীয় মৌলবাদ, জঙ্গিবাদ প্রতিহত করি তরুণ সমাজকে নারী আন্দোলনে যুক্ত করি’ শ্লোগানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের বেশিরভাগ নারী নির্যাতিত হচ্ছে। তাই পরিবারকে সচেতন হতে হবে। পাশাপাশি পুরুষদের সচেতন হয়ে নারীদের পাশে দাঁড়াতে হবে। প্রধানমন্ত্রী নারীদের সমান অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সচেতন। তিনি সবসময় নারীদের পাশে থেকে সহযোগিতা করেন।
মহিলা পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য কল্পনা রায়ের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার। বক্তব্য দেন, সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, মুক্তিযোদ্ধা পাঠাগারের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মো. কামরুজ্জামান, রাজনীতিবীদ আবুল কালাম আজাদ, উদীচীর সভাপতি জুলফিকার আহমেদ গোলাপ, দিল সেতারা চুনী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুন লিমা প্রমুখ।