মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক বলেছেন, বাংলাদেশ একটি স্বাধীন দেশ। এ দেশের রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি । তাই শিক্ষা অর্জনের পাশাপাশি এগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করার প্রয়োজনীয়তা রয়েছে। তোমরা দেশের ভবিষ্যত। এটা কথার কথা নয়। এটা বাস্তব। সঠিক সংস্কৃতির জায়গায় নিয়ে যাওয়া তোমাদের দায়িত্ব। এই দিনটাই তোমাদের নতুন জীবনের ডাক দিয়েছিল। এই বয়সে বহু রকমের পথের হাত ছানি দেবে। কিন্তু মানবিকতার প্রকাশ যেন ঘটে, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। বই সবসময়ই মানবিকতার কথা বলে। আমরা সবাই যদি মানবিক হই, দেখবো, বাংলাদেশ একদিন পরিবর্তন হয়ে গেছে।
বছর জুড়ে বইপড়া কর্মসূচিতে নিজের উৎকর্ষতার পরিচয় দেয়ার জন্য রাজশাহীতে এক হাজার ৮২ জন ছাত্রছাত্রীকে পুরস্কার প্রদানের আয়োজন করে বিশ্বসাহিত্য কেন্দ্র ও গ্রামীণফোন। গতকাল শুক্রবার সকাল সাড়ে আটটায় নগরীর রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক ।
বিশ্বসাহিত্য কেন্দ্রের দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের আওতায় ২০১৬ সালে রাজশাহী মহানগরীর ৩৪টি স্কুলের প্রায় চার হাজার শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। তাদের মধ্যে মূল্যায়ণপর্বে যারা কৃতিত্বের পরিচয় দিয়েছে, তাদেরকে পুরস্কার প্রদানের জন্য গ্রামীণফোনের সহযোগিতায় এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক সচিব আমিনুল ইসলাম ভূঁইয়া, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মনির হোসেন, নাট্যব্যক্তিত্ব খায়রুল আলম সবুজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যাপক ড. আব্দুল মান্নান সরকার, বিশ্বসাহিত্য কেন্দ্রের নাটোর শাখার সংগঠক অলক মৈত্র, রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তাইফুর রহমান, গ্রামীণফোনের রাজশাহী হেড অব সার্কেল (মার্কেটিং) সোহেল মাহমুদ এবং উপসচিব ও বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরিফ মো. মাসুদ।