বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ ।
লালপুর (নাটোর) প্রতিনিধি:
বিএনপির মিডিয়া সেল ও মানবাধিকার কমিটির সদস্য ফারজানা শারমিন পুতুল বলেছেন, বিএনপি একটি নতুন বাংলাদেশ গড়তে চায়, যেখানে সবার আগে থাকবে দেশ এবং দেশের জনগণের স্বার্থ।
রবিবার (১৫ জুন) বিকেলে নাটোরের লালপুর শ্রী সুন্দরী হাইস্কুল মাঠে বিএনপির ঈদ পুনর্মিলনীতে এসব কথা বলেন তিনি।
ফারজানা শারমিন বলেন, গত ১৫-১৭ বছর ধরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে। সংবিধানকে রক্তাক্ত করা হয়েছে। আমাদের ভাইদের গুম করা হয়েছে, সন্তানের বুকে গুলি ছোড়া হয়েছে, অনেকেই পঙ্গু হয়েছেন। এই দমন-পীড়নের বিচার আমরা চাই। দেশনায়ক তারেক রহমান একটি সুষ্ঠু বিচারব্যবস্থা প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ।
তিনি আরও বলেন, আমাদের সন্তানরা যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পায়নি, উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারেনি। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে মানুষ পেট ভরে খেতে পারে নি। তাদের জন্যই নতুন বাংলাদেশ গড়তে হবে। আমরা এমন একটি দেশ চাই, যেখানে সবার আগে থাকবে বাংলাদেশ, সবার আগে দেশের মানুষ, আর তাদের স্বার্থ।
এসময় বক্তব্য রাখেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনর রশিদ পাপ্পু, প্রয়াত মন্ত্রী ফজলুর রহমান পটলের বড় জামাতা নাজমুল ইসলাম সুমন, ছোট ছেলে ইফতেখার আরশাদ প্রতিক, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহবায়ক নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সিদ্দিক আলী মিষ্টু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ রনজু, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি প্রমূখ।