রাবি প্রতিবেদক :
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরের মধ্যে সভাপতি নিয়োগ দেওয়া সহ চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা সোয়া এগারোটায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে এই কর্মসূচি পালন শুরু করেন তাঁরা।
তাদের দাবিগুলো হলো- দুপুরের মধ্যে বিদ্যমান আইনানুযায়ী অধ্যাপক সাহাল উদ্দিনকে আইন ও ভূমি প্রশাসন বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া; ১০ দিনের মধ্যে অ্যাড-হক পদ্ধতিতে বিভাগে শিক্ষক নিয়োগ দেওয়া; বিভাগের সেমিষ্টার থেকে ইয়ারে যাওয়ার দাবী ছিল, সেটার অগ্রগতি জানানো এবং ক্লাসরুম, লাইব্রেরি ও সেমিনার রুমের সংকট সমাধান করা।
সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি শুরু করার পর প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান তাদের সঙ্গে কথা বলতে আসেন। তিনি আগামী রবিবারে (১৭ নভেম্বর) দাবিগুলোর বিষয়ে সিদ্ধান্ত জানাতে চাইলেও শিক্ষার্থীরা আজকেই দাবিগুলো মেনে নেওয়ার পক্ষে অনড় অবস্থানে রয়েছেন। দুপুর ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে থাকতে দেখা যায় শিক্ষার্থীদের।
আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী রায়হান হোসেন বলেন, আজকের মধ্যেই আমাদের দাবি মেনে নিতে হবে। দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো। বুধবার (১৩ নভেম্বর) অব্যাহতি নিয়েছেন আমাদের বিভাগের সভাপতি। বর্তমানে সভাপতি না থাকায় বিভাগের সকল কার্যক্রম স্থবির হয়ে আছে।
এ বিষয়ে জানতে প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানের সঙ্গে একাধিক লবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
উল্লেখ্য, আইন ও ভূমি প্রশাসন বিভাগে মাত্র দুইজন স্থায়ী শিক্ষক রয়েছেন। আইন বিভাগের শিক্ষকরা খণ্ডকালীন ক্লাস নিয়ে থাকেন এই বিভাগে।