শনিবার, ১০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে মাসিক সভায় যোগ দিতে এসে হৃদরোগে আক্রান্দ হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম (৪৯) মারা গেছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। দুপুর ৩টায় চাঁপাইনবাবগঞ্জ পুরাতন স্টেডিয়ামে তার জানাজা অনুষ্ঠিত হবে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজশাহী বিভাগীয় কমিশনার আব্দুল হান্নান জানান, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে মাসিক সভায় যোগ দিতে আসেন। সভা শুরুর আগে তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় তিনি অসুস্থ বোধ করলে তাকে দ্রুত রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম রফিকুল ইসলাম জানান, হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। তবে নিশ্চিত হওয়ার জন্য তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্ট দেয়া হয়।
হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম গোপালগঞ্জ জেলার বাসিন্দা ছিলেন। ১৩ তম বিসিএস-এ তিনি প্রশাসন ক্যাডারে যোগ দেন। চলতি বছরের ২৭ জানুয়ারি তিনি চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি ভূমি মন্ত্রণালয়ের উপসচিব ছিলেন। গতকাল বিকেলে বিশেষ ব্যবস্থায় জেলা প্রশাসক জাহিদুল ইসলামের মরদেহ গোপালগঞ্জে পাঠানো হয়।
এদিকে মৃত্যুর সংবাদ শোনার পর বিভাগীয় কমিশনার আবদুল হান্নান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মনির হোসেন, রাজশাহী পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশিদ আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রামেক হাসপাতালে যান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক : চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলামের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শোকবার্তায় বলেন, জাহিদুল ইসলামের মত একজন দক্ষ জেলা প্রশাসকের মৃত্যুতে প্রশাসনিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো তা হয়তো সহজে কাটিয়ে উঠা সম্ভব নয়। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলায় বেশ কিছু যুগপোযোগী কাজের উদ্যোগ গ্রহণ করেছিলেন কিন্তু শেষ করে যেতে পারলেন না। তাঁর মৃত্যুতে আমি শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আমি গভিরভাবে সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ পাক তাকে বেহেস্ত নসিব করুন।
সাংসদ আখতার জাহানের শোকপ্রকাশ: তার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে বিবৃতি দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সাংসদ বেগম আখতার জাহান।
রাজশাহী বিভাগীয় কমিশনারের শোকপ্রকাশ : জাহিদুল ইসলামের মৃত্যুতে শোকপ্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল হান্নান।
জেলা প্রশাসন : চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছে রাজশাহীর জেলা প্রশাসন। গতকাল সোমবার এক বিবৃতিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, প্রিয় সহকর্মী চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। কর্মজীবনে তিনি একজন সৎ, যোগ্য, মেধাবী ও দেশপ্রেমিক কর্মকর্তা ছিলেন। তার অকাল প্রয়াণে রাজশাহী জেলা প্রশাসন গভীরভাবে শোকাভিভূত। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
রাজশাহী চেম্বার অব কমার্সের শোকপ্রকাশ : জাহিদুল ইসলামের মৃত্যুতে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নেতৃবৃন্দ শোকপ্রকাশ করেছেন। রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মনিরুজ্জামান, সহসভাপতি মনজুর পিটারসহ ইন্ডাষ্ট্রির সকল পরিচালকবৃন্দ গভীরভাবে শোক প্রকাশ এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের শোকপ্রকাশ : জেলা প্রশাসক জাহিদুল ইসলামের মৃত্যুতে দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির পরিচালনা পর্ষদের পক্ষ থেকে শোকপ্রকাশ করা হয়েছে। গতকাল এক শোক বিবৃতিতে চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ শোকপ্রকাশ এবং মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বিবিৃতিতে চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, জেলা প্রশাসক একজন সহসী, দক্ষ, অভিজ্ঞ, মেধাবী ও নিষ্ঠাবান ছিলেন। তিনি জেলা প্রশাসক হিসাবে চাঁপাইনবাবগঞ্জ জেলার সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার মত একজন বলিষ্ঠ, নিষ্ঠাবান ও সৎ জেলা প্রশাসক হারিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীসহ সমগ্র দেশবাসী অপূরণীয় ক্ষতির সম্মুখিন হলেন।
এসিডি : জেলা প্রশাসক জাহিদুল ইসলামের মৃত্যুতে মানবাধিকার সংস্থা অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্টের (এসিডি) পক্ষে নির্বাহী পরিচালক সালীমা সারোয়ার শোকপ্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।