বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
রাজশাহী সংবাদিক ইউনিয়নে সোমবার (১১ মার্চ) দুপুরে আয়োজিত সভায় সভাপতি ছিলেন সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান। পরিবর্তন এবং খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক খনির যৌথ উদ্যোগে সভায় বক্তব্য দেন, প্রাণ ও প্রতিবেশ বিষয়ক গবেষক ও লেখক পাভেল পার্থ, মহিলা পরিষদ জেলা সভাপতি কল্পনা রায়, সিনিয়র সাংবাদিক আহাম্মেদ সফিউদ্দিন, জাসদ মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলি, টিআইবির সমন্বয়কারি মুনিরুজ্জামান এবং পরিবর্তন পরিচালক রাশেদ রিপন। বক্তারা রবীন্দ্রনাথ সরেনের বিনয়ি আচরণ এবং দক্ষতার সঙ্গে আন্দোলন এগিয়ে নেয়ার ক্ষমতার প্রশংসা করেন। আগামীতে সমতলের আদিবাসী তথা দরিদ্র মানুষের বাঁচার দাবি পানি সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে এক কাতারে আসার আহবান জানানো হয়।