সমন্বয়ক শহীদের উপর দুর্বৃত্ত্বদের হামলা

আপডেট: জানুয়ারি ২২, ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ণ


রাবি প্রতিবেদক :


বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অন্যতম সমন্বয়ক নুরুল ইসলাম শহীদ দুর্বৃত্ত্বদের হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে নগরের হেতেম খাঁ এলাকায় এই হামলার শিকার হন তিনি।
শহীদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

হামলার বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাবির অন্যতম সমন্বয়ক মেহেদী সজীব বলেন, শহীদ হেতেম খাঁ এলাকার একটা ছাত্রাবাসে থাকে। ওই ছাত্রাবাসের নিকটে তাঁর উপর হামলা করা হয়েছে। এ সময় তার সাথে থাকা ছাত্রবাসের কয়েকজন তাকে বাঁচাতে আসলে তাঁরাও আহত হন।

স্থানীয় এক পাতিনেতা তাঁর দলবল নিয়ে হামলা করেছে বলে আমরা জানতে পেরেছি। তাঁর দলীয় পরিচয় এখনো নিশ্চিত হতে পারিনি আমরা। শহীদকে তৎক্ষণাৎ রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়া হয়। ওখান থেকে ইমার্জেন্সি ট্রিটমেন্ট শেষে এখন নিরাপদে আছে। এই ঘটনার সাথে সম্পৃক্তদের শনাক্ত করে দ্রুত বিচারের দাবি জানাই।

আরেক সমন্বয়ক আকিল বিন তালেব বলেন, এই কাপুরুষোচিত হামলা কেবল একজন ব্যক্তির ওপর আঘাত নয়; এটি ন্যায়ের সংগ্রামের চেতনাকে স্তব্ধ করার গভীর ষড়যন্ত্র। আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সংশ্লিষ্ট দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানাই।

এ বিষয়ে জানতে বোয়ালিয়া মডেলথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী মাসুদের মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এ বিভাগের অন্যান্য সংবাদ