শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
স্বজন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক আব্দুল্লাহ ইকবালের মা সমাজসেবী রোকেয়া পারভীনের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) নগরীর মোহম্মদপুর টিকাপাড়া জামে মসজিদ ও মাদ্রাসায় পারিবারিকভাবে দোয়া ও মিলাদ মাহফিল ও এতিমখানাতেও পারিবারিকভাবে দোয়া ও মিলাদ মহফিল অনুষ্ঠিত হয়। তার স্বরণে দিনব্যাপী কোরআন খানী, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
রোকেয়া পারভীন তিনি রুপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক শামসুল বারীর স্ত্রী। দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন, এলাকাবাসী, ব্যবসায়ী, সাংবাদিকসহ আত্মীয়-স্বজন।
রোকেয়া পারভীন (৫৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৬শে আগস্ট ২০২০ সালে বেলা ৩টায় ইন্তেকাল করেন। তিনি দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।