রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, নগর আওয়ামী লীগের সহসভাপতি সমাজসেবী শাহীন আক্তার রেনী।
বক্তব্যে রেনী বলেন, সমাজে নারীদের ক্ষমতায়ন বেড়েছে। প্রধানমন্ত্রী নারীদের উন্নয়নের জন্য বৃহৎ পরিকল্পনা গ্রহণ করেছেন। বছরের শুরুতে সরকার স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ করেন। নারী শিক্ষার হার বেড়েছে। এজন্য পরিবারকে সচেতন হয়ে শিক্ষার্থীদের সহযোগিতা করতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইরিন জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ৮ নম্বর ওয়ার্ড সাবেক কাউন্সিলর আবদুল হামিদ। পরিচালনায় ছিলেন, সহকারি শিক্ষক ফারুক হোসেন।
এসময় শিক্ষকদের মধ্যে ছিলেন, মুসলেম উদ্দিন, আলী হায়দার, জুলফিকার আলী, রাফে উজ্জামান রাজিব ও অভিভাবকদের মধ্যে ছিলেন, মোয়জ্জেম হোসেন, শামীম হোসেন, শরীফা খাতুন, শাহীন আকতার প্রমুখ।