সমালোচক মিট রমনির সঙ্গে ট্রাম্পের বৈঠক

আপডেট: নভেম্বর ২০, ২০১৬, ১১:২৭ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সমালোচক মিট রমনির সঙ্গে বৈঠক করেছেন।
যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনে রমনিকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখা যেতে পারে বলে আভাস দিয়েছে বিবিসি।
শনিবার নিউ জার্সির বেডমিনস্টারে ট্রাম্পের মালিকানাধীন গল্ফ কোর্সে ৮০ মিনিটের ওই বৈঠকের বিষয়ে দুজনের কেউ বিস্তারিত কিছু বলেননি। রমনি শুধু বলেছেন, আলোচনা ‘অনেক দূর’ যাবে।
প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণাকালে নিজ দলের প্রার্থী ট্রাম্পকে ‘প্রতারক’ আখ্যায়িত করেছিলেন রমনি। অপরদিকে ট্রাম্প বলেছিলেন, ২০১২ সালের নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে রমনির প্রার্থী হওয়াটা ছিল‘সবচেয়ে বাজে’ বিষয়।
নির্বাচিত হওয়ার পর এ পর্যন্ত বেশ কয়েকটি পদে কয়েকজনের নিয়োগ চূড়ান্ত করেছেন ট্রাম্প, যাদের অনেকের বিষয়ই বিতর্ক রয়েছে।
অ্যাটর্নি জেনারেল পদের জন্য মনোনীত জেফ সেশনসের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগ আছে। এই অভিযোগের কারণে ১৯৮৬ সালে তিনি ফেডারেল বিচারক হতে পারেননি। নতুন নিয়োগ পাওয়া ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সাবেক জেনারেল মাইকেল ফ্লিন মুসলিমদের নিয়ে যে কঠোর মনোভাব পোষণ করেন, উদ্বেগ রয়েছে তা নিয়েও।
মন্ত্রিসভায় পদ গ্রহণ করবেন, নাকি এখনো ট্রাম্পকে ‘প্রতারকই’ মনে করেন- বৈঠক শেষে এ প্রশ্ন করা হলে জবাব দেননি রমনি।
তিনি শুধু বলেন, বিশ্বের বিভিন্ন ধরনের হুমকির বিষয়ে সুদূরপ্রসারী আলোচনা করেছেন তারা।- বিডিনিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ