সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত

আপডেট: মার্চ ১৫, ২০১৭, ১২:২৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



রাজশাহী আইনজীবী সমিতি নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ কর্তৃক মনোনীত লোকমান আলী-একরামুল হক পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগরীর একটি রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়।
প্যানেল পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও নগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। সভাপতিত্ব করেন, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাড. ইব্রাহিম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও সাবেক সাংসদ তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক, অ্যাডভোকেট মো. ইয়াহিয়া ও মোজাফফর হোসেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ