সম্মেলন মঞ্চেই নেতার মৃত্যু

আপডেট: আগস্ট ১৩, ২০১৭, ১২:২৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


বাংলাদেশ দলিল লেখক সমিতির সহসভাপতি আমিনুল ইসলাম মারা গেছেন। গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে সংগঠনের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দেয়ার পর মঞ্চেই তার মৃত্যু হয়। রাজশাহীর পবা উপজেলা পরিষদের হল রুমে এই প্রতিনিধি সম্মেলন চলছিল।
দলিল লেখক সমিতির নেতারা জানান, আমিনুল ইসলাম মঞ্চে বিশেষ অতিথির আসনে বসে ছিলেন। নেতৃবৃন্দের বক্তব্য শুনছিলেন। এরপর নিজে বক্তব্য দিতে গিয়ে সংগঠনের দাবি-দাওয়া তুলে ধরেন। সংগঠনের কল্যাণে নিজেকে প্রস্তুত রাখারও প্রতিশ্রুতি দেন। এরপর নিজের আসনে গিয়ে বসেই বুকে ব্যথা অনুভবের কথা বলেন।
এর পরই তার মৃত্যু হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আমিনুল ইসলাম মাস্টার বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রের সহসভাপতি, রাজশাহী বিভাগীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ