সময় টিভির বার্তা প্রধানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে নাটোরে মানববন্ধন

আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৩, ১১:০১ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি:


ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করে সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশ এর বিরুদ্ধে মিথ্যা মামলা ও মানহানির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে নাটোরের সাংবাদিক ও সচেতন সমাজ।

সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিক নেতারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করে সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশকে হয়রানি করা বন্ধসহ দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। অন্যথায় সারাদেশে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি উচ্চারণ করেন সাংবাদিক নেতারা।

মানববন্ধনে ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, এনটিভি প্রতিনিধি হালিম খান, সময় টিভির নাটোর প্রতিনিধি আল মামুন, বৈশাখী টিভির ইসাহাক আলী, এশিয়ান টিভির আব্দুল মজিদ, আজকের পত্রিকার নাইমুর রহমান, দৈনিক সোনার দেশ পত্রিকার সুফি সান্টু, বাংলা টিভির মেহেদী হাসান, ভোরের দর্পণের এসএম কামাল হোসেন ও দৈনিক বাংলাদেশ কন্ঠের খন্দকার মাহবুব হোসেন সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশত গণমাধ্যম কর্মী এসময় উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ