শনিবার, ২৫ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ অফিস
চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও ভোলাহাট উপজেলার দুইটি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারিকরণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত জারি করা প্রজ্ঞাপন স্কুল দুইটিতে এসে পৌঁছালে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল লতিফ জানান, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আবু আলী সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে নাচোল উপজেলার খম উচ্চ বালিকা বিদ্যালয় ও ভোলাহাট উপজেলার বড়গাছী উচ্চবিদ্যালয়কে সরকারিকরণ করা হয়েছে। গত ১০ আগস্ট থেকে আদেশটি কার্যকর হয়েছে বলে ওই প্রজ্ঞাপণে বলা হয়েছে।
এর ফলে নাচোল ও ভোলাহাট উপজেলায় এই প্রথম মাধ্যমিক স্তরের দুইটি শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ হওয়ায় স্থানীয় এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো।
এদিকে সরকারিকরণের খবর পেয়ে দুইটি স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা আনন্দে মেতে ওঠে। নাচোল খম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও ভোলাহাট বড়গাছী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিদ্যালয় দুইটিকে সরকারিকরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।