সরকারি কর্মকর্তাদের সম্মানে সাংসদের নৈশভোজ

আপডেট: নভেম্বর ২২, ২০১৬, ১১:৪৬ অপরাহ্ণ

বাগমারা প্রতিনিধি



রাজশাহীর বাগমারা উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানে স্থানীয় সাংসদ নৈশভোজের আয়োজন করেন। গত রোববার রাতে সালেহা-ইমারত কোল্ডস্টোরেজে এই নৈশভোজ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক। উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, সহকারী কমিশনার (ভূমি) আলমগীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান, প্রকৌশলী সানোয়ার হোসেন ও থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম হোসেন।
সভায় স্থানীয় উন্নয়নে সাংসদকে সরকারি কর্মকর্তারা সহযোগিতা করার আশ্বাস দেন। উপজেলার বিভিন্ন সমস্যা সমাধানেও কর্মকর্তারা সাংসদের সহযোগিতা চেয়েছেন। তারা এ ধরনের সেতুবন্ধন অনুষ্ঠান আয়োজন করার জন্য সাংসদ এনামুল হককে ধন্যবাদ জানিয়েছেন। অনুষ্ঠানে উপজেলার সব সরকারি দফতরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ