সরকারি চাল আত্মসাৎ: আক্কেলপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বারসহ ৯ জনের নামে মামলা

আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৪, ১০:০৪ অপরাহ্ণ

জয়পুরহাট প্রতিনিধি


জয়পুরহাটের আক্কেলপুরে হতদরিদ্রদের জন্য বরাদ্দ সরকারি চাল আত্মসাতের সঙ্গে ইউপি চেয়ারম্যান, সচিব ও দুজন ইউপি সদস্যের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার তিলকপুর বাজারের একটি গুদাম থেকে ছয় টন চালসহ দুজনকে আটক করার পর র‌্যাব এই তথ্য জানতে পারে। এ ঘটনায় আক্কেলপুর থানায় মামলা করা হয়েছে।



র‌্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে তিলকপুর বাজারের একটি গুদামে মজুত করা ৬ দশমিক ২ মেট্রিক টন সরকারি চাল জব্দ করা হয়। সেখান থেকে রিতুল দাস (৫০) ও সাজেদুর রহমান (৫২) নামের দুজনকে আটক করা হয়।

তাঁদের বাড়ি উপজেলার ভাটকুড়ি গ্রামে। তাদের আটকের পর জানা যায়, এসব চাল আত্মসাতের সঙ্গে স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব ও দুজন ইউপি সদস্যের সম্পৃক্ততা রয়েছে। এ ঘটনায় গতকাল শুক্রবার বিকেলে নয়জনের বিরুদ্ধে আক্কেলপুর থানায় মামলা করা হয়।

জব্দ ৬ দশমিক ২ মেট্রিক টন চালের বাজার মূল্য ২ লাখ ৭২ হাজার ৮০০ টাকা বলে র‌্যাব জানিয়েছে। শুক্রবার বিকেলে র‌্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রিতুল ও সাজেদুর দীর্ঘদিন ধরে ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে হতদরিদ্রদের মাঝে বিনা মূল্যে বিতরণের জন্য বরাদ্দ করা চাল অবৈধভাবে মজুত করতেন। খাদ্য অধিদপ্তরের সিলমোহর করা সরকারি বস্তা পাল্টে মাছের ফিডের বস্তায় রাখতেন তাঁরা। পরে অধিক লাভের আশায় চালগুলো কালোবাজারে বিক্রি করতেন। অভিযানে ১২৪টি (প্রতি বস্তায় ৫০ কেজি) চালের বস্তা উদ্ধার করা হয়েছে। এসব বস্তায় ৬ দশমিক ২ মেট্রিক টন চাল ছিল। তিলকপুর ইউপির চেয়ারম্যান সেলিম মাহববুব সজল, ইউপির সচিব মো. সাজেদুল ইসলাম, ইউপির সদস্য মামুনুর রশিদ ও বাদশা আলম হতদরিদ্রদের জন্য বরাদ্দ বিনা মূল্যের চাল কালোবাজারে বিক্রি করতে সহযোগিতা করতেন। অন্য আসামিরা চালগুলো গুদামে মজুত করে রাখতেন।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর আসিফ আল রাজেক সাংবাদিকদের বলেন, জব্দ চালসহ আটক দুই ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব ও দুই ইউপি সদস্যসহ ৯ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
এ বিষয়ে জানতে তিলকপুর ইউপি চেয়ারম্যান সেলিম মাহবুব সজলের মোবাইলে ফোন করে বন্ধ পাওয়া গেছে। ইউপি সচিব সাজেদুল ইসলামকে ফোন করা হলে বলা হয়, ‘আব্বু বাসায় নেই।’

এ বিষয়ে জানতে চাইলে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন হোসেন বলেন, উদ্ধার করা সরকারি চালসহ আটক দুজনকে থানায় হস্তান্তর করেছে র‌্যাব। এ বিষয়ে র‌্যাবের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। পুলিশ দুই আসামিকে আদালতে সোপর্দ করেছে।#

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version