সরকারি বই কেজি দরে বিক্রি করলেন প্রধান শিক্ষক, ধরল জনতা

আপডেট: মে ২৬, ২০২৫, ১১:১৪ অপরাহ্ণ

জয়পুরহাট প্রতিনিধি:


জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের শ্রীকৃষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শওকত আনোয়ারের বিরুদ্ধে কেজি দরে বিনামূল্যের সরকারি বই বিক্রির অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, শওকত আনোয়ার একজন ফেরিওয়ালা দোকানিকে বিদ্যালয়ে ডেকে নিয়ে তার কাছে বইগুলো বিক্রি করেছেন। স্থানীয় লোকজন সরকারি বইসহ ওই ফেরিওয়ালা দোকানিকে কোলা গণিপুর গ্রামের সড়কে আটকে রাখার এ ঘটনা জানাজানি হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, রোববার দুপুর ১২টার দিকে কোলা গণিপুর গ্রামের সড়ক দিয়ে একজন ফেরিওয়ালা দোকানি বইবোঝাই একটি ভ্যান নিয়ে যাচ্ছিলেন। এ সময় তারা ফেরিওয়ালা দোকানিকে আটকান। তারা ফেরিওয়ালার দোকানির ভ্যানে চারটি বস্তায় বিপুল বই ও খাতা পান। এসময় ফেরিওয়ালা দোকানি তাদের জানান, শ্রীকৃষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শওকত আনোয়ার তাকে বিদ্যালয়ে ডেকে নিয়ে কেজি প্রতি ২০ টাকা দরে পাঁচ মণ বই ও খাতা বিক্রি করেছেন।

কোলা গণিপুর গ্রামের বাসিন্দা নূরনবী বলেন, সরকার থেকে দেয়া বিনামূল্যের বইবোঝাই একটি ভ্যান দেখে আমাদের সন্দেহ হয়। তখন আমরা ভ্যানটি আটকে বস্তা খুলে ২০২০, ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের প্রথম থেকে পঞ্চম শ্রেণি নতুন বই পেয়েছি। শ্রীকৃষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাকে ডেকে নিয়ে ২০ টাকা কেজি দরে পাঁচ মণ বই ও খাতা বিক্রি করেছেন বলে ফেরিওয়ালা আমাদেরকে জানিয়েছেন।

শ্রীকৃষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শওকত আনোয়ার বলেন, বিক্রিত বইগুলো পুরাতন। সেই বইগুলোর শিক্ষার্থীদের কাছে নিয়ে তাদের নতুন বই দেয়া হয়েছিল। স্থানীয় লোকজনের আপত্তির কারণে বিক্রিত বইগুলো বিদ্যালয়ে ফেরত এনেছি। এর আগেও এভাবে বই বিক্রি করেছিলাম। তখন কোনো সমস্যা হয়নি। বিগত বছরে যে বইগুলো বিক্রি করেছিলাম সেই টাকা দিয়ে বাগান করেছি।
আক্কেলপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে বই ফেরত নেয়া বা বিক্রয়ের কোনো বিধান নেই। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউকে না জানিয়ে নিয়ম বহির্ভূতভাবে সরকারি বই বিক্রি করেছেন। বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।