সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ

আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৪, ৮:৩২ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি


রাজশাহী সরকারি মহিলা কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) আনন্দঘন আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।



অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা। সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জেসমিন আকতার। এছাড়া উপস্থিত ছিলেন এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লা এবং একাদশ ভর্তি কমিটির আহ্বায়ক ও পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মোজাফফার হোসাইন।

অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা/কর্মচারি এবং বিএনসিসি, রোভার, রেডক্রিসেন্ট, রেঞ্জারের ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক জনাব ফাতেমাতুজ্জোহরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ