শনিবার, ২৫ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১১ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন-সোনার দেশ
বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, সরকার আদিবাসীদের অধিকার নিশ্চিতের জন্য কাজ করছে। আদিবাসীদের অধিকারের বিষয়টি নিয়ে আন্তরিক ও গুরুত্বের সহকারে দেখছেন। বাংলাদেশের বিভিন্ন জেলায় আদিবাসীদের বসবাস রয়েছে। এজন্য সরকার আদিবাসীদের সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থার জন্য গুরুত্ব দিয়েছেন। গতকাল বুধবার সকাল ১১টায় বাগান পাড়াস্থ ক্যাথিড্রাল কনফারেন্স হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আদিবাসী মুক্তিমোর্চা নগর কমিটির আয়োজনে ও সচেতন নাগরিক কমিটি ও আশ্রয়ের সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আদিবাসী মুক্তিমোর্চা নগর কমিটির সভাপতি বিনয় টুডু। প্রধান আলোচক ছিলেন, আদিবাসী মুক্তি মোর্চা কেন্দ্রীয় কমিটির সভাপতি যোগেন্দ্রনাথ সরেন। বিশেষ অতিথি ছিলেন, সচেতন নাগরিক কমিটির নগর চেয়ারম্যান অধ্যাপক আবদুস সালাম, রাজশাহী ক্যাথোলিক ধর্ম পল্লীর পাল পুরোহিত ফাদার পৌল গমেজ ও অ্যাডভোকেট নরেন্দ্রনাথ টুডু। এরআগে সকাল ৯টায় ডিঙ্গাডোবা মোড় এলাকা থেকে র্যালি কোর্ট স্টেশন মোড় হয়ে বাগান পাড়া সভা স্থলে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে অদিবাসীদের পক্ষ থেকে ৫ দফা দাবি তুলে ধরা হয়।