সরকার মানুষের উন্নত জীবনের জন্য কাজ করছে : আসাদ

আপডেট: ডিসেম্বর ২৪, ২০২৩, ১২:৪৯ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:


রাজশাহী-৩ আসনের আওয়ামী লীগ মনোনিত সংসদ সদস্য প্রার্থী মোহা. আসাদুজ্জামান আসাদ বলেছেন, শেখ হাসিনা সরকার মানুষের উন্নত জীবনের প্রত্যাশায় কাজ করছে।
শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের ধামিনপাড়া গ্রামে আয়োজিত এক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান আসাদ বলেন, আজ অনুরোধ নিয়ে এসেছি, আত্মীয়-স্বজনদের বলবেন, তারা যেন নৌকায় ভোট দেন। আপনারা বিবেককে প্রশ্ন করুন, ১৫ বছর আগে আপনাদের এলাকায় আলোয় ঝলমল আর পাকা রাস্তা ছিল কি? শেখ হাসিনা সরকার মানুষের উন্নত জীবনের প্রত্যাশায় কাজ করছে।

১৫ বছর আগে সব মানুষ স্যান্ডেল পায়ে হাঁটতো না, আজ মানুষের জীবন-জীবিকার পথ অনেক উন্নত হয়েছে। ১৫ বছর আগে সব বাচ্চারা স্কুলে যেতো না, দেশের সব জায়গায় ইন্টারনেট সংযোগ ছিল না, শেখ হাসিনা দায়িত্বে আসার পরই প্রায় দুই হাজার মাদ্রাসায় নতুন ভবন তৈরি হয়েছে। পৃথিবীর কোনো রাষ্ট্রনায়ক পারে নি, শেখ হাসিনা ৫৬০টি মডেল মসজিদ তৈরি করেছেন।

আমি এমপি প্রার্থী হিসেবে কথা দিতে পারি পবা-মোহনপুরের মাটিতে কোনোদিন নাশকতা হবে না। আমি নৌকায় ভোট চাইলাম, আপনার যদি আমাকে পছন্দ না-ও হয়, আরও ৫/৬ জন প্রার্থী আছেন তাদের দেখেশুনে ভোট দিবেন। এই নির্বাচনে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে নৌকা মার্কায় ভোট দিতে হবে, অথবা অন্য যে প্রার্থীকে ভালো লাগে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান বাবু, জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আজম, মৌগাছি ইউনিয়ন আ’লীগের সদস্য শামসুল শেখ, ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক-চেয়ারম্যান আফজাল হোসেন বকুল, বাকশিমইল ইউনিয়ন পরিষদের সাবেক-চেয়ারম্যান আল মমিন শাহ, মোহনপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ-সম্পাদক রিপন শেখ প্রমুখ।

এর আগে নগরীর সিটি হাট সংলগ্ন জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত পবা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন মোহা. আসাদুজ্জামান আসাদ।
বর্ধিত সভার সভাপতিত্ব করেন পবাউপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী।