সোমবার, ১৬ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (২৯ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারোরশিয়ার নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (২৯ মার্চ) চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার নাজমুল হক সদর উপজেলার ইসলামপুর ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি বারোরশিয়ার মৃত হেমাজ উদ্দীনের ছেলে। তাঁর ছেলের নাম শাখাওয়াত।
র্যাব জানায়, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায় গ্রেপ্তারকৃত আসামি বাড়িতে বিপুল পরিমাণ হেরোইন মজুত রেখেছেন। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় তাঁর ঘরের ভেতরে সরিষার স্তুপের মধ্যে লুকিয়ে রাখা ৩৯৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪০ লাখ টাকা। এ ঘটনায় সদর থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান বলেন, র্যাবের দায়ের করা মামলায় আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।